সেখ ওলি মহম্মদঃ
প্রতিবছর কালী পুজো উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুরের অগ্রদূত সংঘের পরিচালনায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারেও বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। তাছাড়াও কচিকাঁচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় আজ বৈকালে অগ্রদূত সংঘের প্রাঙ্গনে। এদিন দুবরাজপুর শহরের শতাধিক কচিকাঁচা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। অঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল যেমন খুশি আঁকো। তিনটি বিভাগে এই প্রতিযোগিতা হয়। তিনটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে বলে জানান অগ্রদূত সংঘের পুজো কমিটির সহ সম্পাদক দেবাশিষ দাসবৈষ্ণব। তিনি জানান, এখনকার কচিকাঁচারা মোবাইলের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। খেলাধূলা বা আঁকা আঁকির দিকে মন সেরকম নাই। তাই তাদের উৎসাহিত করতে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন। পাশাপাশি তাঁদের মানসিক বিকাশের লক্ষ্যে এই আয়োজন।