দীপক কুমার দাসঃ
মহঃ বাজার থানার আঙারগড়িয়া পঞ্চায়েতের রাজ্যধরপুর গ্রামের গিরিধারী আশ্রমে অন্নকূট উৎসব অনুষ্ঠিত হলো আজ বুধবার। এই উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় আরতি ও সারারাত ব্যাপী নাম সংকীর্তন হয়। সুন্দর সাজে সাজানো হয় শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার বিগ্রহকে।সকালে মঙ্গলারতি শেষে ভাগবত পাঠ হয়। ভোগ আরতির পর মহাপ্রসাদ খাওয়ানো হয়। পরমান্ন, খিচুড়ি ও টক সমন্বয়ে এই মহাপ্রসাদ গ্রহণ করেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। এই উপলক্ষ্যে গিরিধারী আশ্রমে রাজ্যধরপুর, আঙারগড়িয়া, মালডিহা, খড়িয়া সহ পার্শ্ববর্তী গ্রাম থেকে বহু মানুষের সমাগম হয়। আয়োজকদের পক্ষে এক ভক্ত বলেন, এদিন শ্রী কৃষ্ণ গিরি গোর্বধনকে হাতের আঙুলে ধারণ করেছিলেন। বৃন্দাবনে এদিন খুব ধূমধাম করে এদিন পালন করা হয়। পাশাপাশি শ্রীকৃষ্ণের গিরি গোর্বধন ধারণ বিষয়কে সামনে রেখে মহঃ বাজার থানার রাজ্যধরপুর গ্রামেও এই উৎসব পালন করা হয়। দীর্ঘ দিন ধরে এই অন্নকূট উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। করোণা পরিস্থিতি থাকায় বিগত দুবছর সেভাবে অন্নকূট উৎসব করা যায়নি। এবছর পরিস্থিতি বদল হয়েছে। দুবছর পর আবার আগের মতই অন্নকূট উৎসবের আয়োজন করা হয়েছে।