
শম্ভুনাথ সেনঃ
চলে গেলেন শান্তিনিকেতনের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী, অধ্যাপিকা স্বস্তিকা মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।সুনামের সঙ্গে বিশ্বভারতীর সংগীত ভবনের অধ্যাপনা করে গেছেন বহু বছর। বেশ কয়েক বছর সংগীত ভবনের অধ্যক্ষ পদে দায়িত্ব সামলেছিলেন। তাঁর মৃত্যু সংবাদে বোলপুর বিশ্বভারতীর শান্তিনিকেতন এলাকায় নামে শোকের ছায়া।
