সেখ ওলি মহম্মদঃ
আগামী ৩০ অক্টোবর, রবিবার ছটপুজো। কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় ছটপুজো। প্রধানত বিহার, ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশে এই পুজো হয়ে থাকে। পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই পুজোর প্রচলন রয়েছে। তাই এই পুজোর আগে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে ১২ নম্বর ওয়ার্ডের নায়েক পুকুরের ঘাটে আগাছা পরিষ্কার করার কাজ চলছে জোরকদমে। সেখানে আজ পরিদর্শনে যান দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পান্ডে। তিনি জানান, আমাদের এখানে প্রচুর হিন্দীভাষী মানুষের বসবাস। এই পৌরসভার অন্তর্গত চারটি পুকুরে এই পুজো হয়ে থাকে যেমন– ১২ নম্বর ওয়ার্ডের নায়েক পুকুর, ৩ নম্বর ওয়ার্ডের নায়েক পাড়ার বাঁধা পুকুর, ৯ নম্বর ওয়ার্ডের সাতকেন্দুরিতে একটি পুকুর এবং ২ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজারে দুধ পুকুর। আজ নায়েক পুকুরে ঘাট পরিষ্কার এবং আগাছা পরিষ্কারের কাজ চলছে। এই চারটি পুকুরের মধ্যে নায়েকপুকুরে সবথেকে বেশী ভীড় হয়। যেদিন পুজো হয় আমি সেখানে উপস্থিত থাকি।