শম্ভুনাথ সেনঃ
পারিবারিক ও সর্বজনীন মিলিয়ে এবার বীরভূমের ১৯ টি ব্লকে দেড় হাজারেরও বেশি কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক পুজোগুলির পর দিনই প্রতিমা নিরঞ্জন করা হলেও সর্বজনীন ক্লাবের পূজাগুলিতে বেশ ক’দিনই ধরেই চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।দর্শনার্থীদের ঢল নামে পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে। জেলার বুকে অন্যতম নজর কারা দুবরাজপুর “মাদৃক সংঘের” ঐতিহ্যবাহী কালী প্রতিমা আজ বিরাট শোভাযাত্রা নিয়ে নিরঞ্জন করা হয়। এবার ছিল এই পুজোর ৫২ তম বর্ষ। আজ ২৮ অক্টোবর বিকেল থেকেই কালী প্রতিমা নিয়ে চিরাচরিত প্রথায় শোভাযাত্রা বের হয়। পাকুরতলা মোড় হয়ে কামারশাল পেরিয়ে দুবরাজপুর থানার সামনের ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে পোদ্দারবাঁধে নির্দিষ্ট “কালী ভাসান” পুকুরে বিসর্জন করা হয়। শোভাযাত্রায় ক্লাবের প্রত্যেক সদস্যের উপস্থিতি সহ সাধারণ মানুষের অংশগ্রহণে ছিল উপচে পড়া ভিড়। মেটেলা, পানুরিয়া, গোকরুল এমন সব বিভিন্ন গ্রাম থেকে ১৪৯ টি ঢাকি এই বিসর্জনে অংশ নেয়। রাস্তার দু’ধারে অগণিত দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।