সেখ রিয়াজুদ্দিনঃ
সম্প্রতি কালীপূজা উপলক্ষে জেলার বিভিন্ন কালীপূজা কমিটির উদ্যোগে আয়োজিত হয় নাচ, গান, অঙ্কন, অর্কেস্টা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে বীরভূমের লাভপুরের বিপ্রটিকুরী অঞ্চলের কাশিয়ারা গ্রামে কালীপুজা উপলক্ষ্যে কাশিয়ারা কালীপুজা কমিটির উদ্যোগে তাদের নতুন ভাবনা তথা বিলুপ্ত হতে যাওয়া গ্রাম বাংলার বিনোদন মূলক অনুষ্ঠান পুতুল নাচের আয়োজন। যা একসময় পুতুল নাচ ছিল পাড়া গ্রামের মানুষদের কাছে সংস্কৃতির অন্যতম বিনোদনের ব্যবস্থা। বর্তমান মোবাইল তথা ডিজিট্যালের যুগে এবং আধুনিকতার ছোঁয়ায় পুতুল নাচ একপ্রকার বিলুপ্তির পথে। হয়তো একদিন ইতিহাসের পাতা থেকে মুছে যাবে নদীয়ার কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত গল্পের কথা। কাশিয়াড়া কালীপূজা কমিটি কিন্তু আকড়ে ধরে রেখেছে সেই পুতুল নাচ সংস্কৃতিকে। অন্যান্য বছরের ন্যায় এবারেও শুক্রবার এবং শনিবার দুই রাত্রি ব্যাপি অনুষ্ঠিত হয় সুদুর নদিয়া জেলার বড়বড়িয়া গ্রামের শ্রী দুর্গা পুতুল নাচ । বই তথা পালার নাম ছিল ‘স্বামী হত্যার প্রতিবাদ” ও “নদীয়ার নিমাই”-দুই দিনে দুটি পালা নিয়ে পরিচালিত হয় পুতুল নাচ। দুই দিনই ছিলো গ্রামের মানুষের উপচে পরা ভীড়। পুতুল নাচ দেখতে কাশিয়ারা সহ পার্শ্ববতী বিভিন্ন গ্রাম থেকে আগত নানান সম্প্রদায়ের মানুষের ভীড় ছিল লক্ষনীয়। কমিটির পক্ষ থেকে অনুপ কুমার মন্ডল জানান, ”আমরা এই ধরণের সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান বিগত ৭ বছর ধরে করে আসছি। তাতে দর্শক দের প্রচুর পরিমাণে সাড়া ও সহযোগিতা পেয়েছি। আগামী দিনেও আমাদের এই ধরণের অনুষ্ঠান চালিয়ে যাওয়ার প্রয়াশ ‘জারি থাকবে।