ভারতকে আরো ঐক্যবদ্ধ করার প্রয়াস,”রান ফর ইউনিটি” অনুষ্ঠিত হল বীরভূমের নগরী গ্রামে

শম্ভুনাথ সেনঃ

আজ ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। ভারতের এই লৌহ মানবের জন্মবার্ষিকীতে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নেহেরু যুব কেন্দ্র বীরভূম’র উদ্যোগে, নগরী স্পোর্টিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় আজ জেলায় অনুষ্ঠিত হয় “RUN FOR UNITY”। সদর সিউড়ির নগরী গ্রামে আজ সকাল ৭ টা নাগাদ রান ফর ইউনিটি অনুষ্ঠানে শিশু- কিশোর পড়ুয়া সহ জেলার ডাক বিভাগের কর্মীরা অংশগ্রহণ করে। এই দৌড়ে নেতৃত্ব দেয় আমেরিকার স্পেশাল অলিম্পিকে মহিলা ফুটবলে ব্রোঞ্জ পদকজয়ী কো-ক্যাপটেন ভারতের গর্ব বীরভূমের নগরীর বাসিন্দা পাপিয়া মুরমু। এছাড়াও বীরভূম জেলা জুড়ে নেহেরু যুব কেন্দ্র বীরভূম’র সঙ্গে যুক্ত বিভিন্ন ‘যুব ক্লাব’ নিজেদের গ্রামে সকল বয়সী গ্রামবাসীদের নিয়ে এই রান ফর ইউনিটি অনুষ্ঠিত করে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল সকল শ্রেণীর এবং সকল বয়সের মানুষদের নিয়ে একটি দৌড় আয়োজিত করা যার মাধ্যমে আমাদের ভারত, আমাদের সমাজকে আরো ঐক্যবদ্ধ করা যায়। সেইসঙ্গে নিজেদেরকে শারীরিক ভাবে সুস্থ রাখা যায়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক রায়া দাস, জেলা ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট সুব্রত দত্ত, শিক্ষক মৃণাল দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *