সেখ ওলি মহম্মদঃ
ফের সাফল্য বীরভূম জেলা পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার খয়রাশোল থানার ওসির নেতৃত্বে খয়রাশোল থানার পুলিশ অভিযানে নেমে ২৩ বছর বয়সী এক দুষ্কৃতী মুজিবর রহমান খান ওরফে রাকেশকে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বড়কুড়ি মোড় থেকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর কাছে একটি দেশি পাইপ গান উদ্ধার হয়। ততক্ষণাৎ তাঁকে খয়রাশোল থানার পুলিশ গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি বড়কুড়ি গ্রামে। পুলিস সূত্রে জানা যায়, গতকাল রাত্রে মুজিবর রহমান খান ওরফে রাকেশ একটি দেশি পাইপ গান বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিল। সেইসময় রাস্তায় তাঁকে আটক করে খয়রাশোল থানার পুলিশ। কোথায় বা কাকে বিক্রি করতে যাচ্ছিল তদন্ত শুরু করেছে পুলিশ। আজ তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের এপিপি রাজেন্দ্র প্রসাদ দে।