শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল সংক্ষেপে আই কিউ এ সি এবং মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আজ ৫ অক্টোবর অনুষ্ঠিত হয় চিত্র প্রদর্শনী, সেমিনার ও ফটোগ্রাফি নিয়ে কর্মশালা। অনুষ্ঠানের উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা বিদ্যাসাগর কলেজের পরিচালন সমিতির সভাপতি বিকাশ রায় চৌধুরী। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড.তপনকুমার পরীচ্ছা, আই কিউএসির আহবায়ক সৌমরঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য অধ্যাপকবৃন্দ ও ছাত্রছাত্রীরা। এদিন ফটোগ্রাফির উপর একটি কর্মশালার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন “NIKON” এক্সপার্ট ও বিশিষ্ট চিত্রশিল্পী কল্লোল মুখার্জি। তিনি পরিবেশ সংরক্ষণের সাথে সাথে সচেতনতা বৃদ্ধিতে ফটোগ্রাফি বা স্থিরচিত্রকে কিভাবে সফল মাধ্যম হিসেবে ব্যবহার করা যায় সেই বিষয়ের উপর আলোকপাত করেন। সেই সঙ্গে নিখুঁত ফটোগ্রাফি নিয়ে ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের উত্তর ও কিভাবে ফটো তুলতে হয় সেই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। পরবর্তীতে চিত্র প্রদর্শনী থেকে ছবির গুণগত বিচারে কলেজ পড়ুয়া আত্রেয়ী গাঙ্গুলী, ইশা সাহা ও তানিয়া বন্দ্যোপাধ্যায়কে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী হিসেবে চিহ্নিত করে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়।