
মেহের সেখঃ
৫ নভেম্বর শনিবার দুপুর ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত নানুরের চন্ডীদাস মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে বিবেকানন্দ সেমিনার হলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে “গ্রামজীবনের পাঁচালিকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় : প্রেক্ষিত উপন্যাস ” বিষয়ে মনোজ্ঞ আলোচনা করলেন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ আব্দুর রহিম গাজী। উপস্থিত ছিলেন চণ্ডীদাস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ আতাউর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ সুতপা পাল, এই কলেজের বাংলা বিভাগের শিক্ষক আনোয়ারে মুর্শিদ, নিরঞ্জন মুখার্জী, কবি জয়দেব কলেজের শিক্ষক হীরা বন্দ্যোপাধ্যায় ঘোষ প্রমুখ।
