সেখ ওলি মহম্মদঃ
বিভিন্ন কৌশল অবলম্বন করে কয়লা পাচার করছে কয়লা পাচারকারীরা। আগে মূল সড়ক ধরে কয়লা পাচার করা হত। কিন্তু এখন গ্রামগঞ্জের মেঠোপথ ধরেও পাচার করছে কয়লা। তবুও কয়লা পাচারকারীদের সমস্ত কৌশল বানচাল করে দিচ্ছে বীরভূম জেলা পুলিশ। গতকাল ভোররাত্রে দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অবৈধভাবে পাচার হওয়া পাঁচটি কয়লা বোঝাই মোটর সাইকেল আটক করে। পুলিশকে আসতে দেখে মোটর সাইকেল ছেড়ে পালিয়ে যায় কয়লা পাচারকারীরা। দুবরাজপুর থানার ঘাটগোপালপুর গ্রামের মোজাফ্ফর খান নামে এক কয়লা পাচারকারীকে গ্রেফতার করে সদাইপুর থানার পুলিশ। তাঁকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি ঐদিনই ভোররাত্রে কয়লা বোঝাই তিনটি গরুর গাড়ি আটক করে পুলিশ। তিনটি গাড়িতে আনুমানিক ৬ টনের মতো কয়লা ছিল। কয়লা পাচারকারীরা পলাতক। পুলিশ তাঁদের খোঁজ শুরু করেছে।