রাসায়নিক সারের কালোবাজারি রুখতে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান বীরভূমের মহম্মদবাজারে

শম্ভুনাথ সেনঃ

রাজ্যজুড়ে রাসায়নিক সার নিয়ে চলছে কালোবাজারি, কৃষকরা সরকারি সহায়ক মূল্যে সার ক্রয় করতে পারছেন না। এমন সব নানা অভিযোগে বীরভূমের কৃষকদের স্বার্থে আজ ৭ নভেম্বর ভারতীয় জনতা পার্টির কৃষাণ মোর্চার পক্ষ থেকে বীরভূমের মহম্মদবাজারে বিক্ষোভ প্রদর্শন ও ব্লক কৃষি দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। বিজেপির রাজ্য এবং জেলা নেতৃত্বের উপস্থিতিতে ৫ দফা দাবি নিয়ে প্যাটেলনগরে সহ কৃষি অধিকর্তার দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার কৃষকরা, সেই সঙ্গে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা বিজেপির কৃষক মোর্চার জেলা সভাপতি বাপ্পাদিত্য ঘোষের নেতৃত্বে আঙ্গারগড়িয়া বিজেপি পার্টি অফিস থেকে স্থানীয় কৃষকদের নিয়ে পদযাত্রা শুরু হয়। দপ্তরের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন। উপস্থিত ছিলেন বীরভুম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, রাজ্য কিষান মোর্চার সাধারণ সম্পাদক অরুপ (পুলক) চৌধুরী, রাজ্য তপশিলি মোর্চার সম্পাদক কৃষ্ণকান্ত সাহা, জেলার সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই ও টুটুন নন্দী, মহম্মদবাজার মণ্ডল সভাপতি তারাপদ দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *