
শম্ভুনাথ সেনঃ
বিজ্ঞান এগিয়ে চলেছে। নিত্যদিনের উন্নত প্রযুক্তি ও নিত্যনতুন গবেষণা, গবেষণারত ছাত্র-ছাত্রী ও পড়ুয়াদের কাছে তুলে ধরার লক্ষ্যে বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজে আজ ৮ নভেম্বর এক সেমিনার অনুষ্ঠিত হয়। এই কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের আয়োজনে “EMERGING TRENDS IN BIOLOGICAL SCIENCES” বিষয়ক আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসরাইল থেকে আগত কৃষিবিজ্ঞানী ড. রাজীব রায়চৌধুরী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিদ্যা বিভাগের অধ্যাপক ড. সুখেন্দু মন্ডল। বিভিন্ন বিষয় নিয়ে ১০৯ টি গবেষণা পত্র এখানে জমা পড়ে। এই সেমিনারে পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খন্ড, ত্রিপুরা, গুজরাট, বিহার এমন বিভিন্ন রাজ্য থেকেও অধ্যাপক বিজ্ঞানীরা আলোচনায় অংশ নেন এবং তারা তাদের গবেষণাপত্র পাঠ করেন। এছাড়া আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট পড়ুয়ারা এই সেমিনারে তাদের গবেষণার বিষয় ভাবনা তুলে ধরেন। সিউড়ি বিদ্যাসাগর কলেজের জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, অনুজীববিদ্যা, প্রাণীবিদ্যা, শারীরবিদ্যা এবং উদ্ভিদ সংরক্ষণ বিদ্যা বিভাগে পাঠরত ৬০ জন ছাত্র-ছাত্রীদের কাছে মূল আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বক্তারা। আজকের এই সেমিনারে উপস্থিত ছিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ড. তপন কুমার পরীচ্ছা। প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন এই কলেজেরই অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তথা বীরভূমের কেন্দ্রডাঙালে গড়ে ওঠা সি কম স্কিলড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. লক্ষ্মীনারায়ন মন্ডল। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম কনভেনার অধ্যাপক ড. কল্যাণ কুমার ভট্টাচার্য, যুগ্ম আহ্বায়ক ড. হেমন্ত সাহা ছাড়াও কার্যকারী সম্পাদক ড. সন্দীপন চ্যাটার্জী এবং সমন্বয়ক অধ্যাপক ড. অনির্বাণ পাল প্রমুখ।



