শম্ভুনাথ সেনঃ
পায়ে পায়ে ৪৬টা বছর অতিক্রান্ত। বীরভূমের কেন্দুলিতে অজয় নদের তীরে ভক্তি ভবনে “জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতি’র” আজ ৪৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় সাড়ম্বরে। সদ্য প্রয়াত কবি নাসিম এ আলম ও শিল্পগুরু অনন্ত মালাকারের স্মৃতিতে এবার এই অনুষ্ঠান উৎসর্গীকৃত করা হয়। সমিতির পতাকা উত্তোলন এবং উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংস্থার সভাপতি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক শান্তি কুমার রজক। অনুষ্ঠানটির পৌরহিত করেন ড. মানস কুমার সাঁতরা। সম্মানীয় অতিথি রূপে উপস্থিত ছিলেন ড. স্বপন কুমার ঠাকুর। এদিন অনুষ্ঠানে জেলার এক কৃষিবিজ্ঞানী সমাজসেবক ড. মহঃ মুনকির হোসেনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাঁর হাতে তুলে দেওয়া হয় স্মারক সম্মাননা। অনুষ্ঠানে জেলা ও ভিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাংবাদিক সুভাষ কবিরাজ ও আনারুল হক।