শম্ভুনাথ সেনঃ
প্রত্যন্ত এলাকার স্কুলপড়ুয়া ছাত্রীদের ভবিষ্যৎ জীবন সুনিশ্চিত ও সুন্দর করার লক্ষ্যে আজ ১০ অক্টোবর অনুষ্ঠিত হল থ্যালাসেমিয়া বাহক চিহ্নিতকরণ ও সচেতনতা শিবির। বীরভূমের সিউড়ি সদর হাসপাতালের “হিমোগ্লোবিনোপ্যাথিস কন্ট্রোল ইউনিট” ও লাভপুরের “অন্যবসন্ত ওয়েলফেয়ার সোসাইটি” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে এবং স্থানীয় সত্যনারায়ণ শিক্ষা নিকেতন উচ্চ বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনায় এই শিবির অনুষ্ঠিত হয়। স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ২১০ ছাত্রীর কাছ থেকে আজ রক্ত সংগ্রহ করা হয়। সেই সঙ্গে তাদের এই থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতন করা হয়। এই শিবির অনুষ্ঠিত হওয়ার জন্য ছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। বিবাহের ক্ষেত্রে ভবিষ্যৎ জীবন সুন্দর ও সুনিশ্চিত করার লক্ষ্যে থ্যালাসেমিয়া পরীক্ষার শংসাপত্র থাকা বাধ্যতামূলক করার জন্য দাবী তোলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনীষা ব্যানার্জি। বিনামূল্যে এমন পরিষেবা পেয়ে স্কুলের শিক্ষিকারা এবং স্থানীয় অভিভাবকরা এই উদ্যোগকে সাধুবাদ জানান। বিবাহ পূর্ব ছেলে-মেয়েদের ভবিষ্যৎ জীবন সুনিশ্চিত করার জন্য আগামী দিনেও এই শিবির করা হবে বলে সিউড়ি সদর হাসপাতালের হিমোগ্লোবিনোপ্যাথিস কন্ট্রোল ইউনিট এর কাউন্সিলার অমলেশ সাহা জানিয়েছেন।