শম্ভুনাথ সেনঃ
পরিবেশ দূষণের অন্যতম কারণ প্লাস্টিক বর্জ্য। একবার ব্যবহারযোগ্য এমন প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছে ভারত সরকার। এই বিষয়টি জনমানসে প্রচারের লক্ষ্যে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ক্ষেত্রীয় কার্যালয়, বর্ধমান এর উদ্যোগে আজ ১২ নভেম্বর বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের “মল্লিকপুর” গ্রাম পঞ্চায়েতের ‘চন্দনপুর’ গ্রামে একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীরভূম জেলার নেহেরু যুব কেন্দ্র এবং বীরভূমি মানবকল্যাণ সোসাইটির সহায়তায় এই অনুষ্ঠানে প্রশ্নোত্তর প্রতিযোগিতা, সচেতনতামূলক বাউল গান এমন নানান অনুষ্ঠান পরিবেশিত হয়। অংশগ্রহণ করেন গ্রামের সাধারণ মানুষজন। বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. পার্থসারথি মুখোপাধ্যায়ের হাত ছুঁয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন সংস্থার ডিজি ভূপেন্দ্র কাইনথিলা, নাবার্ড এর বীরভূম জেলা বিকাশ প্রবন্ধক অনুপম পট্টনায়ক, স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক শিক্ষক সচ্চিদানন্দ মুখার্জি প্রমুখ।