
সন্তোষ পালঃ
বিদ্যালয় ভিত্তিক যুব-সংসদ প্রতিযোগিতায় রাজ্য স্তরে প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করলো বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস। উল্লেখ্য রাজ্য সরকারের উদ্যোগে এই যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করা হয় পড়ুয়াদের ভারতীয় সংবিধান, গণতন্ত্র বিষয়ে সচেতনতার লক্ষ্যে। নবম থেকে একাদশ শ্রেণীর পড়ুয়ারা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। ব্লক ও পৌর স্তরে প্রতিযোগিতার পর ২৮ সেপ্টেম্বর রামপুরহাটে জেলা ভিত্তিক যুব সংসদ প্রতিযোগিতা হয়। রাজ্যের বিভাগীয় স্তরে যাওয়ার যোগ্যতা অর্জন করে সাঁইথিয়া উচ্চ বিদ্যালয় এবং দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস। বর্ধমান বিভাগে বীরভূম, দুই বর্ধমান এবং হুগলি জেলার দুটি করে বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগে আয়োজিত ১২ই নভেম্বর যুব সংঘের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হুগলির শ্রীরামপুর গার্লস স্কুল এবং দ্বিতীয় স্থান অধিকার করে বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস। এই দুটি স্কুল রাজ্য স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।জলপাইগুড়িতে রাজ্য স্তরের যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দিরের একাদশ শ্রেণীর ছাত্রী সুবর্ণা মণ্ডল সেরা সচিব হিসেবে পুরস্কৃত হয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনি সাহা বলেন ছাত্রীদের পরিশ্রম সার্থক। তারা ঠিক ঠিক গাইড লাইন মেনে চলায় রাজ্য স্তরে প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেছে। এজন্য তিনি গর্ববোধ করেন।