সেখ রিয়াজুদ্দিনঃ
রাজ্যের বাঁকুড়া, বীরভূম, বর্ধমান সহ অন্যান্য জেলা থেকে রড কারখানার মালিক সংগঠন, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি ও শ্রম দপ্তরের আধিকারিকদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার বর্ধমান জেলার আসানসোল কল্যাণপুর শ্রমিক ভবনে। মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে স্পঞ্জ আইরন/ রড কারখানার শ্রমিকদের মজুরি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য এর আগে এই সংক্রান্ত বিষয়ে কলকাতায় মিটিং অনুষ্ঠিত হয় কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় পুনরায় আজ ১৩ নভেম্বর মিটিং এ বসা হয়। জানা যায় তিন বছর অন্তর শ্রমিকদের বেতন বৃদ্ধি হওয়ার কথা। এর আগে একহাজার করে বেতন বৃদ্ধি হয়েছে। কিন্তু বর্তমানে সেই বৃদ্ধির হার কমিয়ে ৭৫০ টাকা দিতে চান মালিকপক্ষ, যা নিয়ে সমস্যা লেগে রয়েছে। যদিও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ১৫০০ টাকা বেতন বৃদ্ধির দাবি করা হয়। এদিন মন্ত্রী মলয় ঘঠক পরিস্কার ভাবে জানিয়ে দেন যেহেতু আগে একহাজার টাকা বাড়ানো হয়েছে, অতএব এবারেও অন্ততঃ একহাজার টাকার উপর বেতন বৃদ্ধি করতে হবে। এছাড়া মালিক পক্ষের বিরুদ্ধে অভিযোগ, শ্রমিকদের পে শ্লিপ দেওয়া হয় না।মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পে শ্লিপ দেওয়া বাধ্যতামূলক। পে শ্লিপ ডিসেম্বর মাসে চালু করতে হবে তাছাড়া গ্রাচুইটি, ইপিএফ দিতে হবে বলে আলোচনা করা হয়। মিটিং এ উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, আইএনটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জী, সংগঠনের বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক, আইএনটিইউসির রাজ্য সম্পাদক মৃনাল কান্তি বসু, সুভাষ সাহা, মুন্না শেখ, কালীপদ মণ্ডল, সিআইটিইউর পক্ষে উমাপদ গোপ সহ শ্রম দপ্তরের আধিকারিক প্রমুখ। বিশেষ উল্লেখ্য মন্ত্রী মলয় রায় ঘটক এর নিকট বীরভূম জেলার সিউড়ি মিকি মেটালস লিমিটেড নামক বন্ধ কারখানাটি খোলার বিষয়ে আলোচনা হয়।এবং উক্ত কারখানাটি খোলার ব্যাপারে মন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে জানান বীরভূম জেলা আইএনটিইউসি সভাপতি মৃনাল কান্তি বসু।