বীরভূম সংস্কৃতি বাহিনীর মানব পুতুল নাটক ‘বেহুলা লখিন্দর’ পালার ৪০০ তম মঞ্চায়ন লাভপুরের সংস্কৃতি ভবন মঞ্চে

মেহের সেখঃ

১৩ নভেম্বর রবিবার বীরভূম সংস্কৃতি বাহিনীর মানব পুতুল নাটক ‘বেহুলা লখিন্দর’ পালার চারশো তম মঞ্চায়ন উপলক্ষে লাভপুরে বীরভূম সংস্কৃতি বাহিনীর মঞ্চে সন্ধ্যা থেকেই নাট্যমোদী দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। বীরভূম সংস্কৃতি বাহিনীর পরিচালনায় এবং উজ্জ্বল মুখোপাধ্যায়ের নির্দেশনায় পনেরো বছর ধরে চলা মানব পুতুল নাটক ‘বেহুলা লখিন্দর’ পালাটি ইতিমধ্যে আমাদের রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও প্রশংসা কুড়িয়েছে। বীরভূম সংস্কৃতি বাহিনীর মানব পুতুল নাটক ‘বেহুলা লখিন্দর’ পালার চারশো তম মঞ্চায়ন উপলক্ষে আন্তর্জালিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন নাট্যকর্মী মনীশ মিত্র, অমিত অধিকারী, অতনু বর্মন, অমিত বন্দ্যোপাধ্যায়, জিনিয়া অধিকারী, রায়বেঁশে শিল্পী বাসুদেব ভল্লা, লাভপুরের প্রাক্তন বিডিও জীবনকৃষ্ণ বিশ্বাস প্রমুখ। রবিবার নাটক শুরুর আগে বীরভূমের মাননীয় জেলা শাসক বিধান রায় নিজে এসে নাটকটির নির্দেশক ডঃ উজ্জ্বল মুখোপাধ্যায়কে এবং নাটকটির অভিনেতা /অভিনেত্রী সহ নাটকটির সাথে যুক্ত সকলকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন। এদিন নাটকটি মঞ্চায়নের পূর্বে সন্ধ্যা ৬টা থেকে প্রথম থেকে যারা নাটকটিতে যুক্ত ছিলেন কিন্তু কোনো কারণ বশত এখন সেভাবে নাটকটির সাথে যুক্ত নেই তাদের প্রত্যেককে মঞ্চে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও তারাশঙ্করের সাহিত্যে জীবন্ত চরিত্র ডাক্তার সুকুমার চন্দ্র ওরফে বিশু ডাক্তার, সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাতুষ্পুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায়, কার্তিকদাস বাউলকে বিশেষ সম্মানে সম্মানিত করার পর নাটকটি মঞ্চস্থ হয়। এদিন উপস্থিত ছিলেন ডাক্তার সুকুমার চন্দ্র ওরফে বিশু ডাক্তার, সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাতুষ্পুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায়, সাহিত্য কর্মী সুনীল পাল, কেদারনাথ আচার্য, কার্তিকদাস বাউল সহ লাভপুরের নাট্যমোদি দর্শক। নাটক দেখার পর সকলেই নাটকটির কলা কুশলীদের এবং নাটকটির নির্দেশক ডঃ উজ্জ্বল মুখোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *