দীপককুমার দাসঃ
সিউড়ি রবীন্দ্রপল্লীতে মঙ্গলবার শেষ হলো আটদিন ব্যাপী রাসমেলা ও লোকসংস্কৃতি উৎসবের। সিউড়ি রবীন্দ্রপল্লী আদি সার্বজনীন কালিমন্দির কমিটির উদ্যোগে বিগত ২০ বছর ধরে এই মেলার আয়োজন করা হচ্ছে। এবার রাস মেলা ও লোকসংস্কৃতি উৎসবের একবিংশ বর্ষ। গত ৮ নভেম্বর প্রভাত ফেরী ও হরনাথ মন্ডল ও সম্প্রদায়ের কীর্তন গান দিয়েই শুরু হয়েছিল এই লোকসংস্কৃতি উৎসবের। বিভিন্ন দিন প্রণব সুভাষ মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেন যোগমায়া কীর্তন সম্প্রদায়, বীরভূম সংস্কৃতি বাহিনী, দিবং স্টুডিও এর প্রতীক কুন্ডু ও সুদেষ্ণা দাস, লোকগান পরিবেশন করেন অঙ্কিতা গোস্বামী, বাউল পরিবেশন করেন রথীন কিস্কু। এছাড়া উৎসবের শেষ দিন মঙ্গলবার সঙ্গীত পরিবেশন করেন ক্যাকটাস ব্যান্ডের সিধু। রাস উৎসব উপলক্ষ্যে রাধাকৃষ্ণের পূজার্চনার পাশাপাশি মেলার আয়োজন করা হয়। মেলা ও লোক সংস্কৃতি উৎসব বহু মানুষের সমাগমে হয়ে ওঠে জমজমাট।