শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যজুড়ে নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাসমারোহে আজ ১৫ নভেম্বর বীর সংগ্রামী শহীদ বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপিত হয়। বীরভূমেও মূল অনুষ্ঠানটি হয় সদর সিউড়ির সিধু কানু মঞ্চে। বিরসা মুন্ডা ছিলেন একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক। ব্রিটিশ শাসকদের অত্যাচারে আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে “মুন্ডা বিদ্রোহের” তিনি সূচনা করেন। তাই বিদ্রোহীদের কাছে বীরসা ভগবান নামে পরিচিত ছিলেন। ২০১৯ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার তাঁর জন্মদিনটিকে সরকারী ছুটি হিসেবে ঘোষণা করে। আজ বীরভূমের সিউড়িতে বিরসা মুন্ডার ১৪৮ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, জেলা সভাধিপতি তথা স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুর সাংসদ অসিত মাল প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন বিরসা মুন্ডার জীবন সংগ্রামের নানা কথা তুলে ধরেন বক্তারা।