মেহের সেখঃ
১৬ নভেম্বর বুধবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে মিউজিয়ামের শুভ উদ্বোধন করেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়। এই মিউজিয়ামে অনেক পুরোনো পুঁথিপত্র, কাটুম কুটুম, পুরাতাত্ত্বিক বিভিন্ন দ্রব্য, ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পুরোনো মুদ্রা থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুস্প্রাপ্য দ্রব্য রাখা রয়েছে। মূলত বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, গবেষক-গবেষিকাদের পুঁথিপত্র থেকে শুরু করে পুরাতাত্ত্বিক বিভিন্ন বিষয়ে অবগত করার জন্য মিউজিয়ামটি তৈরি হয়েছে। এই সব দুস্প্রাপ্য জিনিসগুলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে যারা স্বেচ্ছায় দান করেছিলেন তাদের প্রত্যেককে এদিন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ১০১ নম্বর কক্ষে স়ংবর্ধনা দেওয়া হয়। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডঃ দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডঃ সুবীর কুমার রায়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ডিন ডঃ জয়ন্ত কুমার সাহা, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ দেবাশীষ মজুমদার, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ সঞ্জীব দাস, অধ্যাপক অরবিন্দ চট্টোপাধ্যায়, অধ্যাপক শশাঙ্ক মন্ডল, বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম অধিকর্তা সুরম্য ব্যানার্জী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, গবেষক-গবেষিকা, ছাত্র-ছাত্রীগণ।