দীপককুমার দাসঃ
মহঃ বাজার থানার আঙারগড়িয়া পঞ্চায়েতের গৌরনগরে একদল মহিলা এক বছর আগে শুরু করেছিলেন মাশরুম চাষ। আর তাতেই সাফল্য ও লাভ হতেই নতুন উদ্যোমে ২০জন মহিলা এবারেও শুরু করেছেন মাশরুম চাষ। গ্রামের মহিলা নুপূর মন্ডলের সহযোগিতায় এই চাষের শুরু। শীতকাল এই মাশরুম চাষের আদর্শ সময়। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই মাশরুম চাষ খুব ভালো হয়। তবে কমবেশি সারাবছরই এই চাষ করা যায়। গৌরনগরের ২০জন মহিলা এবার স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ শুরু করেছেন। এক প্যাকেট স্পন অর্থাৎ বীজ থেকে তিন কেজি পর্যন্ত মাশরুম হয়। যার বাজার মূল্য প্রতি কেজি ১৮০-২০০টাকা। এবারে এক এক জন মহিলা ২০-২৫প্যাকেট স্পন নিয়ে মাশরুম চাষে নেমেছেন। নুপূর মন্ডল, টুম্পা বাগ্দী, শিলা বাগ্দী, কল্যানী বাগ্দীরা এখন ব্যস্ত মাশরুম চাষে।