শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকে অবস্থিত “জয়দেব-কেন্দুলি” একটি বৈষ্ণব তীর্থক্ষেত্র। পৌষ সংক্রান্তিতে জেলার বুকে সবচেয়ে বড় “জয়দেব মেলা” অনুষ্ঠিত হয়। যা বর্তমানে বাউলমেলা নামে খ্যাত। এখানে স্থায়ী আশ্রম রয়েছে অন্তত ৭০টি।”নিম্বার্ক” আশ্রম তাদের অন্যতম একটি প্রাচীন আশ্রম। প্রতিবছর এই দামোদর মাস (কার্তিক মাস) জুড়ে এখানে অনুষ্ঠিত হয় নাম সংকীর্তন ও মহোৎসব। এই এক মাস ভক্ত-পূর্ণ্যার্থীদের জন্য সেবার ব্যবস্থা গ্রহণ করে নিম্বার্ক আশ্রম। আজ ১৭ নভেম্বর অনুষ্ঠানের শেষদিনে আশ্রম কর্তৃপক্ষ রক্তদান শিবিরের আয়োজন করে। আশ্রমের মহান্ত মহারাজ নরসিংহ স্মরণদেব ব্রজবাসী সেকথা “নয়াপ্রজন্ম”কে জানিয়েছেন। এদিন তিনি নিজেও রক্তদান করেন। নাম সংকীর্তন ও ভক্ত সেবার পাশাপাশি এই রক্তদান শিবিরে ভক্ত শিষ্য থেকে আশ্রমের অনুরাগী ৪৪ জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্ত দান করেন। বোলপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার কর্তৃপক্ষ রক্ত সংগ্রহ করে। উপস্থিত ছিলেন “জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতি’র” সভাপতি শান্তিকুমার রজক, সম্পাদক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত মুখোপাধ্যায়, সদস্য আনারুল হক, উত্তম দাস প্রমুখ। আশ্রমের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষজন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সাংবাদিক সুভাষ কবিরাজ।