“রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ” সংগঠনের উদ্যোগে “সর্বোদয় সংকল্প শিবির” অনুষ্ঠিত হলো বীরভূমের সাঁইথিয়ায়

শম্ভুনাথ সেনঃ

“রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ” সংগঠনের উদ্যোগে ১৬-১৭ নভেম্বর দুদিনের ‘সর্বোদয় সংকল্প শিবির’ অনুষ্ঠিত হলো বীরভূমের সাঁইথিয়ায়। এই ব্লকের হরিসরা গ্রাম পঞ্চায়েতের অমুয়া গ্রামের কমিউনিটি হলে প্রজেক্টরের মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থিত সদস্যদের কাছে তুলে ধরা হয়। গ্রামের পিছিয়ে পড়া দলিত শ্রেণীর মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন, জাতি বিভেদ দূরীকরণ এবং কেন্দ্রীয় বরাদ্দ গ্রাম স্তরে পৌঁছানো এবং তার কার্যকরী ভূমিকা নিয়ে এই শিবিরে উপস্থিত সদস্যদের সচেতনতার বার্তা দেওয়া হয়। বীরভূমের ১৯ টি ব্লকের সক্রিয় সদস্য সহ মোট ৭০ জন প্রতিনিধি এই শিবিরে অংশগ্রহণ করে। প্ৰজেক্টারের মাধ্যমে তুলে ধরা হয় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। ১৬ নভেম্বর সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক নজরুল ইসলামের হাত ছুঁয়ে “চরকা” চিহ্নের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রাত্রে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক গান। উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা এই সংগঠনের জেলা কো-অর্ডিনেটর রথীন সেন। ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুনাল ব্যানার্জি, উড়িষ্যার কো-অর্ডিনেটর তথা প্রশিক্ষক সুদর্শন দাস, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মৃণাল বসু, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সঞ্জয় অধিকারী প্রমুখ। ১৭ নভেম্বর সকালে এলাকায় সাফাই অভিযানে উপস্থিত সদস্যরা অংশগ্রহণ করেন। দুদিনের এই শিবিরে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর স্বপ্ন পূরণে আগামী পরিকল্পনা এবং আদর্শ গ্রাম গঠনে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ করার শপথ নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *