সুজাতা সাহা দাসঃ
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কর্তৃক জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আয়োজিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের পুতুল নাটক। আজ সিউড়ী-১ নং ব্লকের কড়িধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এবং সৎসঙ্গ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে এমনই একটি সচেতনতা মূলক কর্মসূচী পালন করা হলো আকর্ষণীয় পুতুল নাটকের মধ্যে দিয়ে। মানুষের জীবনযাত্রা পরিবর্তনের কারণে চারপাশের বায়ুর দূষণ এবং তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে চলেছে। সেই কারণে খরা, বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহও বাড়ছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যের ওপর। সেই সঙ্গে ডায়রিয়া, ক্যান্সার, শ্বাসকষ্ট জনিত রোগ এবং পতঙ্গ বাহিত রোগ বেড়ে চলেছে। এ সম্পর্কিত সমস্যা ও প্রতিকার গুলি পুতুল নাটকের মধ্যে দিয়ে আকর্ষণীয় করে তোলা হচ্ছে প্রশাসনের মাধ্যমে সমাজে সর্বস্তরের মানুষের মধ্যে বিশেষত ছাত্র-ছাত্রীদের সচেতন করার জন্য। পরিবেশ সুরক্ষায় গাছ লাগানো, স্বাস্থ্যবিধি পালন, জীবাণুমুক্ত পানীয় জল পান, ডেঙ্গু প্রতিকার, পরিবেশ পরিচ্ছন্নতা, বায়ু দূষণজনিত সমস্যার প্রতিকার, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে স্বাস্থ্য সমস্যা ও তার প্রতিকার, পতঙ্গ বাহিত রোগের সমস্যা ও তার নিয়ন্ত্রণ পুতুল নাটক গুলির মধ্যে দিয়ে দেখানো হয়েছে।