শম্ভুনাথ সেনঃ
“জীবনের জন্য বিজ্ঞান, মানুষের জন্য বিজ্ঞান, স্বনির্ভরতার জন্য বিজ্ঞান, সবার জন্য বিজ্ঞান”–এমন ভাবনায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বীরভূম জেলার দুবরাজপুর বিজ্ঞান কেন্দ্রের অধীনে আজ ২০ নভেম্বর কুখুটিয়া গ্রামে বিজ্ঞান সভার (ইউনিট) উদ্বোধন হলো। বহু বিশিষ্টজনদের উপস্থিতিতে হাতে-কলমে বিজ্ঞান বিষয়ক একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার শুরুতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পতাকা উত্তোলিত হয়। এদিন কুখুটু্িয়া বিজ্ঞান সভার (ইউনিটের) শুভ উদ্বোধন করেন বিশিষ্ট বিজ্ঞানী কুখুটিয়া গ্রামের ভূমিপুত্র ড. বিশ্বজিৎ রুজ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংস্থার বিজ্ঞান কর্মীরা। কুসংস্কার মুক্ত সমাজ গড়তে ছাত্র যুবদের আরও বেশী করে এগিয়ে আসার আহ্বান জানান। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বীরভূম জেলা শাখার সম্পাদক তথা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিজ্ঞানী ডঃ দেবাশীষ পাল। এদিন তিনি নয়াপ্রজন্মকে জানান তাঁদের আগামী দিনের পথ চলার ভাবনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য শিক্ষক শুভাশিস গড়াঁই, রাজ্য কাউন্সিল এর সদস্য মধুসূদন মন্ডল, অধ্যাপক ড. রবিন ঘোষ, কুখুটিয়া বিজ্ঞান সভার উদ্যোক্তা প্রশান্ত ভান্ডারী, জীবন কুমার সরকার, তন্ময় দে, প্রভাত মন্ডল প্রমুখ বিজ্ঞান কর্মীরা। এদিন এই অনুষ্ঠান দেখার জন্য শিশু, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষের ভিড় জমে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিক্ষক দীপক কুমার পৈতন্ডী।