সঙ্গীত পত্রিকা প্রকাশ

সুজাতা সাহা দাসঃ

অনুরণন সংগীত কেন্দ্র থেকে প্রকাশিত বীরভূম জেলার প্রথম সঙ্গীত পত্রিকা অনুরণ। সংগীত পত্রিকার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান হল আজ। অনুরণ সংগীত কেন্দ্র দীর্ঘ এক দশক ধরে সিউড়ির সংগীত জগতে সসম্মানে তার উজ্জ্বল অস্তিত্বের স্বাক্ষর রেখেছে একটি অগ্রগণ্য গানের দল হিসাবে। এটি যেমন সমগ্র জেলার সংগীত শ্রোতাদের দীর্ঘদিন ধরে আনন্দ দিয়ে আসছে তেমনি অগণিত মানুষের কাছে একটি সংগীত শিক্ষালয় হিসেবেও এর খ্যাতি কিছু কম নয়। বিগত দুবছর ধরে অনুরণন সঙ্গীত কেন্দ্র সম্পূর্ণ সংগীতের উপর ভিত্তি করে একটি অনন্য সাধারণ পত্রিকা প্রকাশ করে আসছে। পত্রিকাটির মূল লক্ষ্য হলো নবীন সংগীত শিক্ষার্থীদের বীরভূম জেলার স্বনামধন্য সংগীত শিল্পীদের বিষয়ে অবগত করা এবং জেলার সঙ্গীত ঐতিহ্যের বিষয়ে ওয়াকিবহাল করা। যেসব মানুষগুলি তাদের প্রতিভা এবং অধ্যবসায়ের শক্তিতে সংগীত সাধনার পথে দীর্ঘ পথ অতিক্রম করেছেন তাঁদের জীবন যেন নবীন সংগীত শিল্পীদের কাছে পাথেয় হয় তারই নিরন্তর প্রচেষ্টা করে চলেছে পত্রিকার সম্পাদিকা শ্রীমতী সুপ্রিয়া ঘোষাল। বীরভূম জেলার প্রথম সংগীত বিষয়ক পত্রিকা অনুরণন সংগীত পত্রিকার স্মারক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি নিবেদিতা চক্রবর্তী, (অধ্যাপিকা সিউড়ি বিদ্যাসাগর কলেজ), ডক্টর আদিত্য মুখোপাধ্যায় (কবি এবং প্রাবন্ধিক) শ্রীবরকা সরেন (সাঁওতালি ভাষায় রবীন্দ্র সংগীত শিল্পী শান্তিনিকেতন), শ্রীমতি মঞ্জুশ্রী সরেন (সমাজসেবী এবং মোলডাঙ্গা বীণাপাণি আশ্রমের সেবিকা), শ্রী বুদ্ধিশ্বর মন্ডল (প্রেসিডেন্ট বেঙ্গল তাইকুন্ডু অ্যাসোসিয়েশন) এছাড়া আরো বিশিষ্ট জনেরা। পত্রিকাটির মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠানে শিশু শিল্পীরা নৃত্য এবং ক্যারাটে প্রদর্শন করে। সেইসঙ্গে সম্মানিত করা হয় গ্রন্থটির প্রাবন্ধিকদের। অনুরণনসংগীত একাডেমির নারী শক্তির সম্মাননা প্রদান করা হয় শ্রীবুদ্ধিশ্বর মন্ডলকে (প্রেসিডেন্ট বেঙ্গল তাইকুন্ডু অ্যাসোসিয়েশন)। এছাড়া যন্ত্রসংগীত শিল্পী উৎপল কাহার, সংগীত শিল্পী অলকা গাঙ্গুলীকেও সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *