
উত্তম মণ্ডলঃ
রাজনগর থানার দক্ষিণ অঞ্চলের গ্রাম বাঁদি মৌজার বক্রেশ্বর নদীর ধারে আজ আবাদনগর আকালমেঘ শ্মশানকালীর পুজোয় ভক্তদের ঢল নামলো দিনভর। দুপুরে ছিল খিচুড়ি ভোগের আয়োজন। প্রায় হাজার ছয়েক ভক্ত পাত পেড়ে গ্রহণ করেন এই খিচুড়ি ভোগ। প্রতি বছর এই সময় এই পুজো হয়। এ বছর এলাকার ছয়টি গ্রামের মানুষ সম্মিলিতভাবে এই পুজোর আয়োজন করেন। এ বিষয়ে স্থানীয় আবাদনগর গ্রামের বাসিন্দা হরিপ্রসাদ ঘোষ জানান, এলাকাটি স্থানীয় আবাদনগর গ্রামের চাষী “হাবুল ঘোষের তড়ি” বলে পরিচিত ছিল। আর ছিল একটি মা কালীর থান। পরে ফসল পাহারা দেওয়ার জন্য একটি একতলা পাকা বাড়ি তৈরি হয়। শুরু হয় নতুন করে মা কালীর পুজো, যা আজ এলাকার মানুষের কাছে একটি উৎসবে পরিণত হয়েছে।

