নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
স্কুলের খেলার মাঠে মেলা বসিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। ফলে খেলা থেকে বঞ্চিত হচ্ছে স্কুলের পড়ুয়া থেকে এলাকার ক্রীড়া প্রেমী যুবকেরা। স্কুলের মাঠে মেলা সহ সমস্ত রকম বাণিজ্যিক কার্যকলাপ বন্ধ করার দাবি জানিয়ে ২৩ নভেম্বর বীরভূমের রামপুরহাট মহকুমাশাসক, রামপুরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক এবং রামপুরহাট থানায় লিখিত ভাবে ডেপুটেশন জমা দিলেন বিজেপি রামপুরহাট শহর মন্ডলের কার্যকর্তারা। বীরভূমের রামপুরহাট হাইস্কুলটি ১৩৫ বছরের প্রাচীন এবং শহরের ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলের পাশেই রয়েছে স্কুলের খেলার মাঠ। বিজেপির অভিযোগ এই খেলার মাঠটি বছরের বিভিন্ন সময়ে মেলা সহ বিভিন্ন ধরনের বানিজ্যিক কাজে ব্যবহার করার জন্য দখল হয়ে থাকে। তাতে একদিকে যেমন নষ্ট হয়ে পড়ছে মাঠ, তেমনই খেলা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার ক্রীড়াবিদরা। সুতরাং সেই খেলার মাঠে মেলা সহ বানিজ্যিক কাজে ব্যবহার না করার দাবি জানিয়ে এই দিনের বিক্ষোভ ও ডেপুটেশন। এদিনের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলার সহ-সভাপতি স্বরূপ রতন সিনহা ও শ্রাবস্তী ব্যানার্জি, বিজেপির বীরভূম মহিলা মোর্চার বীরভূম জেলা সভানেত্রী রশ্মী দে, বিজেপির রামপুরহাট নগর মন্ডলের সভাপতি সুরজিত সরকার সহ কর্মী ও সমর্থকেরা। বিজেপি বীরভূম জেলার সহ-সভাপতি স্বরুপ রতন সিনহা জানালেন-‘যে পরীক্ষা চলাকালিন ছাত্র ছাত্রীদের যেখানে মূল্যায়ন হয় নৈতিকতাকে হারিয়ে কে বা কারা এই মেলার অনুমতি দিয়েছে তাঁদেরও শান্তি হোক এই আবেদন রাখি’।