অনুব্রত মণ্ডলের লটারিতে এক কোটি টাকা পাওয়া নিয়ে রহস্য উদঘাটন সিবিআইয়ের

শম্ভুনাথ সেনঃ

“লটারিতে এক কোটি টাকা পাওয়ার পর হুমকি দিয়ে সেই টিকিট নিয়ে নেওয়া হয়”। এমনই বিস্ফোরক মন্তব্য লটারি প্রাপক নূর আলির বাবা কটাই শেখের৷ এদিন বোলপুরে অস্থায়ী ক্যাম্প অফিসে নূর আলিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। লটারি পাওয়া টাকায় কালো টাকা সাদা করার রহস্য খুঁজে বের করছে সিবিআই। বীরভূমের বড়শিমূলিয়া গ্রামের বাসিন্দা নূর আলিই লটারিতে এক কোটি টাকা পেয়েছিল বলে খবর৷ এদিন শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে তাকে ডেকে পাঠানো হয়৷ লটারি প্রাপক নূর আলির বাবা কটাই শেখ জানান, লটারিতে এক কোটি টাকা পাওয়ার কিছুক্ষণ পরেই অজ্ঞাতপরিচয় কয়েক জন ব্যক্তি তাদের বাড়িতে আসে ৷ মাত্র ৭ লক্ষ টাকা নূর আলিকে দিয়ে ওই টিকিট নিয়ে চলে যায় তারা৷ যারা গিয়েছিল তারা তৃণমূলের লোকজন বলেই অভিযোগ। এদিন সিবিআই ক্যাম্প অফিসের সামনে এমন বিস্ফোরক মন্তব্য করেন লটারি প্রাপক নূর আলির বাবা কটাই শেখের৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, এক কোটি টাকা পাওয়ার পরেই লটারি এজেন্সি মারফৎ খবর পান তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ তারপরই লোকজন গিয়ে নূর আলিকে কার্যত হুমকি দিয়ে ওই টিকিট নিয়ে আসে৷ অন্যদিকে ৮৩ লাখ টাকা দিয়ে টিকিটটা অনুব্রতর লোকেরা কিনেছিলেন বলে লটারি বিক্রেতা মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *