শম্ভুনাথ সেনঃ
কৃষিনির্ভর বীরভূমে পাকা ধান যেন ‘মৃত সঞ্জীবনী’। কার্তিক মাস থেকে ধান কাটার কর্মকাণ্ড শুরু হলেও তার রেশ চলে অগ্রহায়নের শেষ পর্যন্ত। বাড়ির খামারে- উঠোনে নতুন ধানের সুগন্ধে ম ম করে চারিপাশ। সারা অগ্রহায়ন জুড়ে চলে “নবান্ন উৎসব”। তীর্থক্ষেত্র তারাপীঠে আজ ২৪ নভেম্বর তারা মায়ের সামনে নতুন আতপ চালের ভোগ নিবেদনের মাধ্যমে পালিত হয় “নবান্ন”। মাতারা আজ এখানে দেবী অন্নপূর্ণা। তারাপীঠে কোনো দেবীমূর্তির পূজা হয়না। তাই আজ ৭ অগ্রহায়ণ এখানে নবান্ন উৎসব কে শুরু হয়েছে “কার্তিক অর্চনা”। তীর্থক্ষেত্র তারাপীঠ এই ক’দিন বেশ জমজমাট! একথায় জানিয়েছেন তারামাতা সেবায়েত সমিতির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। স্থানীয় মিলন সংঘ, লেটপাড়া, পালপাড়া, পান্ডাপাড়া এমন সব ক্লাবের কার্তিক পুজোকে ঘিরে এলাকায় উৎসবের মেজাজ। দুর্গাপুজোর মতোই পাঁচ দিন ধরে চলবে উৎসব। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসবকে ঘিরে আজ তারাপীঠে বহু ভক্ত পুণ্যার্থীর ভিড় জমে। আর জেলা জুড়ে এই উৎসবের জন্য বছরভর প্রতীক্ষায় থাকেন জেলার কৃষিজীবীরা।