
সন্তোষ পালঃ
দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মলয় কুমার ভট্টাচার্যের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হলো আজ। দীর্ঘ সাড়ে তিন দশক বিদ্যালয়ে শিক্ষকতা করেন মলয়বাবু। ১৯৮৬ সালে মে মাসে তিনি এই গ্রামীন বিদ্যালয়ে যোগদান করেন। ২০০৫ সাল থেকে ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত প্রধান শিক্ষক ছিলেন তিনি। এদিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তাপস কুমার মুখোপাধ্যায় সহ বর্তমান-প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাগণ, বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক সভাপতিগণ, প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা। স্বাগত ভাষণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব চৌধুরী মলয় বাবুর সাড়ে তিন দশকের শিক্ষকতার কথা তুলে ধরেন, তার আমলে গ্রামীন এলাকায় মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হওয়াসহ একাধিক উন্নয়নের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন করোনা মহামারী ও নানান কাজের চাপে তাকে সংবর্ধনা দিতে দেরি হয়ে গেল। অন্যান্য অতিথিগণও মলয়বাবুর দীর্ঘ শিক্ষক জীবনের কথা তুলে ধরেন। মলয়বাবু বলেন আমি বিদ্যালয়ের উন্নয়নের জন্য সব সময় বিদ্যালয়ের পাশে ছিলাম, আছি ও থাকবো। উপস্থিত শিক্ষক, অতিথিগণ পুষ্পস্তবক, মানপত্র ও নানান উপহার সামগ্রী তাদের প্রিয় শিক্ষকের হাতে তুলে দেন। কথায়, কবিতায়, সংগীতে অনুষ্ঠানটি মনোজ্ঞ হয়ে ওঠে।