
সন্তোষ পালঃ
আজ ৩০ নভেম্বর, দুবরাজপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমে শুরু হল কাত্যায়নী পুজো, যে পুজো চলবে চারদিন ধরে। সকাল সাড়ে সাতটায় রীতি মেনে শুরু হয় পুজো। ১৯৪২ সালে শ্রী ঠাকুর সত্যানন্দদেব কাত্যায়নী পুজোর সূচনা করেন। তিনি জগৎ জননী সারদামাকে কখনো দুর্গা, কখনো কালি, কখনো সরস্বতী রূপে পূজা করতেন। বিভিন্ন রামকৃষ্ণ মঠ মিশনে সারদামা এভাবেই পূজিত হন। ২ ডিসেম্বর বিশ্বশান্তির জন্য বিশ্বকল্যাণ যজ্ঞ ও নারনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। বরানগর রামকৃষ্ণ আশ্রম থেকে গোপালজীকে আনা হয়েছে কাত্যায়নী পুজো উপলক্ষে। এছাড়াও ঠাকুর সত্যানন্দদেবের গুরুজী শ্রীমৎ স্বামী অভেদানন্দ নামাঙ্কিত ৬২তম অভেদানন্দ মেলা উদ্বোধন হবে ১২ ডিসেম্বর, যে মেলা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এমনই জানান দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। উল্লেখ্য করোনা মহামারীর জন্য বিগত দুটি বছর মেলা করা যায়নি। তাই দুবরাজপুরের মানুষ এবার মুখিয়ে আছে মেলা দেখার জন্য।