সেলফি নিতে গিয়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক যুবকের, ইলামবাজারে

সেখ রিয়াজুদ্দিনঃ

কানে হেডফোন এবং সেলফি তুলতে গিয়ে অসাবধানতাবশত কতজনের প্রাণ অকালে ঝরে গেছে, তবু যুব সমাজের মধ্যে সচেতনতার অভাব বিদ্যমান। যারপরনাই বুধবার ফের তিন বন্ধু মিলে সেলফি তোলার সময় ডাম্পারের ধাক্কায় অঝোরে ঝড়ে গেল এক তরতাজা যুবকের প্রাণ। ঘটনাটি ঘটেছে বুধবার বীরভূম জেলার ইলামবাজার থেকে বোলপুর রাস্তার ধারে চৌপাহাড়ী জঙ্গলের মধ্যে। ১৭ বছর বয়সী ঐ যুবকের নাম সেখ সুমন, বাড়ি ইলামবাজারের ভগবতী বাজার এলাকায়। বিবরণে প্রকাশ তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে বোলপুর বেড়াতে যাবার উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে চৌপাহাড়ী জঙ্গলের রাস্তার ধারে তিনজন মিলে সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই মুহুর্তে একটি ডাম্পার এসে সেখ সুমনের মাথায় আঘাত করতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পাশে থাকা অন্য দুই বন্ধু রহুল হক ও সেখ জুয়েল তারাও অল্পবিস্তর আঘাত পায়। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ইলামবাজার থানার পুলিশ। সুমনকে ঐ অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসকেরা চিকিৎসা করেই তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য সেখানে রাখা হয় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *