সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলার ময়ূরেশ্বর নপাড়া মহিলা কল্যাণ সমিতির সহযোগিতায় এবং রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের ব্যবস্থাপনায় রাজনগর ব্লকের গুলালগাছি ফুটবল ময়দানে এলাকার দুস্থদের মধ্যে শীতকালীন বস্ত্র প্রদান করা হয় বুধবার। স্থানীয় এলাকার ছাতিনা, মানিকডিহি, গুলালগাছি, লাটুলতলা, ঝিকড়া, নারায়নপুর গ্রাম এলাকা থেকে আগত প্রায় ২০০ জনকে এই শীতকালীন বস্ত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন চন্দ্রপুর থানার ওসি কস্তুরী মুখার্জী চ্যাটার্জী, পিএস আই অভিষেক হালদার, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মলয় রায়, নপাড়া মহিলা কল্যাণ সমিতির কর্ণধার চন্দন ব্যানার্জি, রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের প্রোগ্রাম কোঅর্ডিনেটর টুম্পা চৌধুরী, স্বপন বাগ্দী, স্থানীয় সমাজসেবী সুমনা মন্ডল, গৌরহরি দাস, রনজিৎ মন্ডল, সেখ সেলিম, সেখ নিজামউদ্দিন প্রমুখ। ময়ূরেশ্বরের নপাড়া মহিলা কল্যাণ সমিতির কর্মকর্তা চন্দন ব্যানার্জি জানিয়েছেন আমরা সারা বছরই বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত থাকি। তবে আজ এই কাজের পূর্বে ময়ূরেশ্বর ও তার আশেপাশের গ্রাম, শহর এলাকায় বেশ কিছু নতুন ও পুরাতন বস্ত্র সংগ্রহ করি এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের ব্যবস্থাপনায় আজ সমস্ত সংগ্রহ করা শীতকালীন বস্ত্র বিতরণ করলাম। এছাড়াও সারা বছর আমরা সিড বলের মাধ্যমে বৃক্ষরোপন, অভাবী স্কুল ছাত্রীদের কটনের স্যনেটারি ন্যাপকিন বিতরণ এবং মহিলাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে আইনি সচেতনতা শিবির ও করে থাকি।