শম্ভুনাথ সেনঃ
রক্তদান মানে পরোক্ষে জীবন দান। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে, সিউড়ি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় ২৭ নভেম্বর বীরভূমের জেলা সদর সিউড়িতে ডাঃ শরদীশ রায় স্মৃতি সেবা সমিতির হলঘরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেইসঙ্গে অঙ্গদান ও দেহদানের জন্য স্বাক্ষরিত অঙ্গীকার পত্র গ্রহণের আয়োজন করা হয়। ২৯ নভেম্বর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৩৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। ২৭ নভেম্বর ১৯ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে এবং ৩০ জন অঙ্গদান ও দেহদানের জন্য সম্মতিপত্র এর ফরম নিয়ে গেছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। তারা স্বাক্ষর করেই পরে জমা দেবেন। এই প্রথম একজন রক্তদাতা ১৮ বছরের পড়ুয়া সিউড়ির কাজী প্রমিতা সে জানিয়েছে, “এই প্রথম সে জীবনে রক্তদান করেছে। রক্ত দিয়ে মুমূর্ষ মানুষের জীবন বাঁচানো যাবে এই ভেবে তার খুব ভালো লাগছে বলে সে জানায়।