শম্ভুনাথ সেনঃ
সারা দেশের সাথে বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজ মাঠে “সিউড়ি ১৫ বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসি এর উদ্যোগে ২৭ নভেম্বর NCC এর ৭৫ তম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে উদযাপিত হয়। এই দিবস উদযাপনের উদ্দেশ্য কাজ এবং বিভিন্ন কার্যাবলী বর্ণনা করেন ১৫ বেঙ্গল ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার পি.এস,রায়ার। এদিন জেলার সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশন, পুরন্দরপুর হাইস্কুল সহ এমন ১৩ টি বিদ্যালয় এবং হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ, সিউরি বিদ্যাসাগর কলেজ সহ এমন ৬টি কলেজের অন্তত ৪০০ জন পড়ুয়া এই প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নৃত্য, গান, দেশার্থবোধক কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে প্রতিযোগীদের হাতে হাতে তুলে দেওয়া হয় (মেডেল) পুরস্কার। সবার নজর কারে অস্ত্র প্রদর্শন অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহওর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ বেদান্ত মহান্তি, সিউড়ি বেণীমাধব হাইস্কুলের প্রধান শিক্ষক সুজয় কুমার চ্যাটার্জী প্রমুখ।সহযোগিতা করেন বিদ্যাসাগর কলেজের এন সি সি বিভাগের লেফটেন্যান্ট ড. হেমন্ত সাহা, সহকারি সিভিল স্টাফ নিলয় রাহা সহ বিদ্যাসাগর কলেজের পড়ুয়ারা।