দুয়ারে সরকার কর্মসূচির ৫ দিন মেয়াদ বৃদ্ধি

সেখ ওলি মহম্মদঃ

আবারও দুয়ারে সরকার কর্মসূচির মেয়াদ বৃদ্ধি করল রাজ্য সরকার। ১ নভেম্বর থেকে চালু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। পুরো একমাস ধরে চলে এই কর্মসূচি। রাজ্যজুড়ে একাধিক শিবিরেরও আয়োজন করা হয়। এই ক্যাম্পগুলি থেকে সরকারি পরিষেবার জন্য আবেদনের সুযোগ পাচ্ছিলেন সাধারণ মানুষ। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ৩০ নভেম্বর পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চলবে। কিন্তু, এবার সেই মেয়াদ বৃদ্ধি করল রাজ্য সরকার। দুয়ারে সরকার কর্মসূচির মেয়াদ ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, দুয়ারে সরকার কর্মসূচিতে ব্যপকভাবে সাড়া পাওয়া গিয়েছিল। বিগত একমাস ধরে চলা দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্য সরকারের প্রকল্পগুলোর সুযোগ সুবিধা অধিকাংশ মানুষই পেয়ে গিয়েছেন। তাই এখন আগের মতো ভীড় লক্ষ্য করা গেল না। এমনই চিত্র ধরা পড়ল দুবরাজপুর পৌরসভার রঞ্জনবাজারের পালকি অনুষ্ঠান ভবনে। এদিন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এসে পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, বিগত একমাস ধরে চলা দুয়ারে সরকার ক্যাম্পে অধিকাংশ মানুষ সুবিধা পেয়ে গেছেন। তাই এখন ভীড় সেরকম নেই। কিন্তু এখনও বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *