বিশ্ব এইডস দিবস উপলক্ষে সচেতনতা শিবির, বিদ্যাসাগর কলেজে

সেখ রিয়াজুদ্দিনঃ

আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। সরকারি ও বেসরকারি ভাবে নানা সংগঠনের পক্ষ থেকে মানুষের কাছে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ ভাবে দিনটি পালিত হয়। সেইরূপ এন এস এস এর পক্ষ থেকে সিউড়ি বিদ্যাসাগর কলেজের সেমিনার হলে কলেজ পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় এইডস বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ তপন কুমার পরিচ্চা। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির মেডিকেল অফিসার ডাক্তার আবির কুমার পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বিশেষ দিনটিতে পালিত হয় এইডস বিষয়ক পোস্টার ও কুইজ প্রতিযোগিতা। এদিন উপস্থিত অতিথিরা এইডসের ভয়াবহতা ও সুরক্ষা থাকার তথা সতর্কতা অবলম্বন করার বিষয়ে আলোচনা করেন। পোষ্টার এবং ক্যুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *