
সন্তোষ পালঃ
দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে শ্রী শ্রী সারদা কাত্যায়নী দেবীর নবমী বিহিত পুজো চণ্ডীপাঠ ও সমগ্র বিশ্বের কল্যাণে আজ বিশ্ব কল্যাণযজ্ঞের আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি শ্রীমৎ স্বামী গোরানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজসহ বিভিন্ন রামকৃষ্ণ আশ্রমের মহারাজগণ এবং অগণিত ভক্ত।পাশাপাশি এদিন দুপুরে ভক্ত সেবার আয়োজন করা হয়।প্রায় ছয় হাজারের বেশী ভক্ত এদিন প্রসাদ গ্রহণ করেন। উল্লেখ্য স্বামী অভেদানন্দের শিষ্য ঠাকুর সত্যানন্দদেব ১৯৪২সালে দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে কাত্যায়নী পুজোর সূচনা করেন।আজও তা অব্যাহত রয়েছে।
