পিএফ সহ অন্যান্য দাবির প্রেক্ষিতে অনির্দিষ্ট কালীন কর্মবিরতির হুঁশিয়ারি, সিউড়ি পৌর মজদুর কংগ্রেসের

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলার সদর শহর সিউড়ি পৌর সভার অস্থায়ী কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে আন্দোলন জারি রেখেছেন। তারই অঙ্গ হিসেবে শনিবার জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি প্রভাবিত সিউড়ি পৌর মজদুর কংগ্রেসের ডাকে সিউড়ি পৌর অফিসের সামনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, বেতনবৃদ্ধি, পোষাক, নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন প্রদান সর্বপরি পিএফ এর ব্যাপারে সোচ্চার হয়ে ওঠে। ইতিপূর্বে বেশ কয়েকবার সিউড়ি পৌর সভায় ডেপুটেশন প্রদান করা হলেও কোনো সদর্থক ভূমিকা পালন করেন নি বলে সংগঠনের অভিযোগ। উক্ত দাবিগুলি আদায় বা বাস্তবায়ন না হওয়ায় আগামী সোমবার পৌরসভায় চিঠি দেওয়া হবে এবং ২০ ডিসেম্বর থেকে অনির্দিষ্ট কালীন কর্মবিরতি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন আজকের বিক্ষোভ সভা থেকে। উল্লেখ্য বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভায় অস্থায়ী কর্মচারীরা তাদের বকেয়া চার মাসের বেতনের দাবিতে যে লাগাতার কর্মবিরতি পালন করা হচ্ছে, সেই আন্দোলনের পাশে আমরা আছি বা সমর্থন করছি বলে সিউড়ি পৌর মজদুর কংগ্রেসের সভাপতি মৃণাল কান্তি বসু তার বক্তব্যে জানান। সেই সাথে রাজ্য সরকারের ও দৃষ্টি আকর্ষণ করেন অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন দাবি গুলি সমাধানের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *