বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ৩৩ তম জেলা সম্মেলন, সাঁইথিয়ায়

সেখ রিয়াজুদ্দিনঃ

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ৩৩ তম বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার, সাঁইথিয়ার বিবেকানন্দ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে। সংগঠনের জেলা সভাপতি পার্থ সারথি মুখোপাধ্যায় সমিতির পতাকা উত্তোলন করে সম্মেলনের শুভ সূচনা করেন।বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা সম্মেলনে অংশ গ্রহণ করেন। এদিন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক আনন্দ হান্ডা। সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে সংগঠনের বীরভূম জেলা সম্পাদিকা হিসাবে পুনরায় নির্বাচিত হন ফরিদা ইয়াসমিন। সহ সম্পাদক হিসেবে নিতাই অঙ্কুর, অপূর্ব সর ও মার্শাল হেমরম এবং পার্থসারথি মুখার্জি সভাপতি নির্বাচিত হন। আজকের সম্মেলনে জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিল, পি পি পি মডেল, নারী নির্যাতন ও মদ প্রসার এর বিরুদ্ধে, সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ ও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী বকেয়া ডি এ প্রদান এর প্রস্তাব গৃহীত হয়। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন বলেন রাজ্য সরকার মুখে জাতীয় শিক্ষানীতি ২০২০ এর বিরোধিতা করলেও বাস্তবে পি পি পি মডেল চালুর মাধ্যমে এবং শূন্য পদে শিক্ষক নিয়োগ না করে জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুকরণে শিক্ষার বেসরকারিকরণের পথ প্রশস্ত করছে। শিক্ষা সংকোচন নীতির ক্ষেত্রে কেন্দ্র থেকে রাজ্য সব শাসকই সমান। এছাড়াও আগামী ১৭-১৯ ডিসেম্বর বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ২৮ তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে কোচবিহার জেলার হলদিবাড়িতে। সেই বিষয়ে ও আলোচনা করা হয় এবং শিক্ষা আন্দোলনকে শক্তিশালী করতে রাজ্য সম্মেলনকে সফল করার জন্য আগত শিক্ষকদের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *