রবীন্দ্রপল্লী সেবা ও সৎকার সমিতির দশম বর্ষের রক্তদান শিবির সিউড়িতে

দীপক কুমার দাসঃ

আজ রবিবার সকালে সিউড়ির রবীন্দ্রপল্লী সেবা ও সৎকার সমিতির পক্ষ থেকে ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই জী আর্ম পুলিশ নর্থ বেঙ্গল জয়ন্ত পাল,জেলা মুখ্য স্বাস্হ্য আধিকারিক ডাঃ হিমাদ্রী আড়ি, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান প্রণব কর,ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাউ। এদিন উৎসাহের সঙ্গে রক্তদাতারা রক্তদান করেন। এছাড়াও রবীন্দ্রপল্লী সেবা ও সৎকার সমিতির পক্ষ থেকে নিক্ষয় মিত্র প্রকল্পে দুজন যক্ষা রোগীকে এক বছরের জন্য পুষ্টিমূলক আহার দেবার অঙ্গীকার করা হয়।দুই জন যক্ষা রোগীর এক বছরের জন্য পুষ্টিকর খাবারের দ্বায়িত্ব নেওয়ার ক্ষেত্রে রবীন্দ্রপল্লী সেবা ও সৎকার সমিতি প্রথম ক্লাব বলে জানান উদ্যোক্তারা। রবীন্দ্রপল্লী সেবা ও সৎকার সমিতির সভাপতি আবীর মুখোপাধ্যায় বলেন, গতকাল রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে” রক্তের জন্য হাঁটি “পদযাত্রার আয়োজন করা হয়েছিল। রক্তদান এতটাই মহৎ দান যে বহু মানুষ রক্তদান করতে এগিয়ে এসেছেন। আগে মানুষের মনে ভয় ছিল। এখন সেটা জয় করেছে,তাই আজকে রক্তদান শিবির উৎসবে পরিণত হয়েছিল। এই কমিটির সাংস্কৃতিক সম্পাদক অমিত পাল বলেন, যে মানুষরা রক্তদান করে একটি মহৎ কাজ করলেন, তাদের আরেকটি মহৎ কাজের জন্য একটি করে গাছের চারা, একটি করে ব্যাগ ও পুষ্টিকর আহার তুলে দেওয়া হলো। এদিন মোট ৭৪ জন রক্তদাতা রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *