
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ডঃ বি.আর.আম্বেদকার মেমোরিয়াল কমিটি এবং বাংলা সংস্কৃতি মঞ্চের যৌথ উদ্যোগে দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে আজ ৬ ডিসেম্বর সংবিধান প্রণেতা, ভারতরত্ন ডঃ বি.আর. আম্বেদকরের ৬৭ তম প্রয়াণ দিবস যথোচিত শ্রদ্ধায় পালিত হয়। তাঁর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। মুখকথা পরিবেশন করেন সংস্থার সম্পাদক রতনচন্দ্র সাহা। ডঃ আম্বেদকরের জীবন আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন অধ্যাপক ডঃ রবিন ঘোষ, দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পান্ডে, বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি রাজকুমার ফুলমালি এস.সি,এস.টি, ও.বি.সি সংগঠনের জেলা সম্পাদক অমিয় সাহা, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য প্রমুখ। কবিতা পাঠের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান কবি শুভ্রা পান্ডে, নাট্য শিল্পী সুমনা চক্রবর্তী। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এই দিনটিকে স্মরণীয় করতে দুবরাজপুর বি.আর.আম্বেদকর মেমোরিয়াল কমিটির পক্ষ থেকে ১০০ জন দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।


