ঔরসে বোখারী এবং জলসা উপলক্ষে প্রস্তুতি সভা, গাইসাড়া শরীফে

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলার রাজনগর ব্লকের গাইসাড়া শরীফে বিরাজমান দাদা হজুরের মাজার শরীফ ঘিরে প্রতি বছর ঔরষ মোবারক ও জলসা অনুষ্ঠিত হয়। অনুরূপ এবছরও ঔরষ মোবারক এবং জলসা অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে মঙ্গলবার গাইসাড়া শরীফের খানকাহ এ বোখারিয়া সভাকক্ষে ভক্ত অনুরাগীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন খানকাহে গদ্দীনসীন সইফে মিল্লাত সৈয়দ মহম্মদ সাইফুল হোসেন বোখারী এক সাক্ষাৎকারে বলেন যে, অন্যান্য বছর দাদা হজুরের ঔরষ মোবারক অনুষ্ঠিত হয় এবছর সেই সাথে আব্বা হজুরেরও ঔরষ মোবারক একত্রে পালিত হবে। এ উপলক্ষে আগামী ৯-১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গোসল, সান্দাল, ফুলপসি, চাদরপসি, কোরান তেলাওয়াত, মিলাদ মেহেফিল এবং শেষ দিন ধর্মীয় জলসা অনুষ্ঠিত হবে। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মালেগাঁও থেকে সৈয়দ আমিনুল কাদেরী, শ্রীলঙ্কা থেকে এহসান রাজা কাদেরী, শায়েরে ইসলাম জনাব নুরে মুজাসাম ইউপি প্রমুখ। ভক্ত অনুরাগী হিসেবে বীরভূম জেলার পাশাপাশি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি সহ ঝাড়খন্ড রাজ্যের বিভিন্ন এলাকা থেকে লোক সমাগম ঘটে। সেই সমস্ত ভক্ত অনুরাগীদের খাবারের ব্যবস্থা সহ সমস্ত রকম বন্দোবস্তের ব্যাপারে দেখভাল তথা তদারকি করার জন্য ভক্ত অনুরাগীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য সেই সাথে গতবছর জলসা ও মাজার শরীফ নির্মাণের আয় ব্যয়ের হিসাব জনসমক্ষে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *