বিপিন পালঃ
আজ বুধবার বীরভূম জেলার খয়রাশোল থানার পাঁচড়া পঞ্চায়েতের হিংলো নদী কিনারার মাঠগুলিতে খয়রাশোল থানার পুলিশ, আবগারি দপ্তর, ভূমি সংস্কার উন্নয়ন দপ্তর, খয়রাশোল ব্লক, খয়রাশোল কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে পোস্ত চাষ রুখতে ক্ষেতে গিয়ে সরেজমিনে অভিযান চালালেন। বীরভূম জেলাকে বেআইনী পোস্ত চাষ মুক্ত করতে গত ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান। আগামীতেও অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা যায়। মাঠে নেমে সরেজমিনে অভিযান চালিয়েও পোস্ত চাষের কোনোরকম সন্ধান আধিকারিকেরা পাননি। জন সাধারণকে অবগত করা হয় কেউ পোস্ত চাষ করবেন না, পোস্ত চাষ বেআইনী, পোস্ত চাষ ধরা পড়লে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।