সেখ রিয়াজুদ্দিনঃ
পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, সিউড়ি শাখার উদ্যোগে স্থানীয় শরদীস রায় স্মৃতি সেবা সমিতির সভাকক্ষে ৬ ডিসেম্বর দিনটি সাম্প্রদায়িক সম্প্রীতি হিসেবে পালন করেন সাহিত্য বাসর অনুষ্ঠানের মাধ্যমে। সাম্প্রদায়িকতা বিরোধী সাহিত্য পাঠের আসরের শুভসূচনা করেন দেবাশীষ দত্ত এবং প্রারম্ভিক বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি অমরেন্দ্র নাথ দত্ত। সেখানে অংশগ্রহণ করেন সন্দীপ সরকার, গৌরী সেনগুপ্ত এবং সঞ্চিত সেনগুপ্ত। এছাড়া পাঠে অংশ নেন বামদের মুখার্জী, রাজু নাগ, শান্তনু ঘোষাল, সঞ্চিতা চ্যাটার্জী, বাবুল সাহা প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অঞ্জন চ্যাটার্জী, নির্মাল্য সোম ও বিপ্লব রায়। সর্বপরি ৬ডিসেম্বর সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস কী, কেন তথা আজকের দিনের তাৎপর্য কথামালার মাধ্যমে তুলে ধরেন দেবাশীষ ব্যানার্জী এবং সৌভিক দাশগুপ্ত। এদিন পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের কলাকুশলীরা তাদের কথা, কবিতা, গান, বক্তব্য ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি ফুটিয়ে তোলেন।