সেখ রিয়াজুদ্দিনঃ
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলন ১৫ দিন যাব্ৎ অব্যাহত। বুধবার আন্দোলনরত পড়ুয়াদের দলকে অভিনবভাবে প্রতিবাদে সামিল হতে দেখা যায়। এদিন সঙ্গীত পরিবেশন করতে করতে এবং মশাল হাতে উপাচার্যের বাসভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করে। উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে টানা ১৫ দিন অবস্থানে পড়ুয়ারা। মঙ্গলবার বিকালে, পুলিশ প্রশাসনের সহযোগিতায় ১৪ দিন গৃহবন্দী থাকার পর উপাচার্য বাসভবন থেকে বের হতে গেলে গাড়ির সামনে বাধা দেন আন্দোলনকারীরা। পড়ুয়াদের আন্দোলনে জেরে ১৪ দিন গৃহবন্দী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শান্তিনিকেতন থানার পুলিশের সাহায্যে বাসভবন থেকে বেরোতে গেলে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পড়ুয়াদের তুমুল ধস্তাধস্তি শুরু হয়। প্রসঙ্গত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ইস্তফার দাবিতে উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পড়ুয়া মীনাক্ষী ভট্টাচার্য জানান, উপাচার্য যখন বাসভবন থেকে বেরতে চান তখন গাড়ির সামনে শুয়ে পড়ে পড়ুয়ারা। আবেদন আমাদের কথা শুনুন, আমাদের এভাবে জীবন নষ্ট করতে পারেন না। এরপরেই নিরাপত্তা রক্ষীরা পড়ুয়াদের চুলের মুঠি ধরে সরিয়ে নিয়ে যায় এবং মারধর করে বলে অভিযোগ। বিশ্বভারতীর পড়ুয়াদের মারধর ও হেনস্তার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে।আন্দোলনকারী পড়ুয়া সোমনাথ সৌ জানান, বিশ্বভারতীর অধ্যাপক, কর্মীদের সঙ্গে তাদের কোন বিরোধ নেই। তারা আন্দোলনে বাধা না দিয়ে কার্যালয়ে আসতেই পারেন। পড়ুয়াদের আন্দোলনের বিরুদ্ধে উস্কানি না দিয়ে কাজ করুন নির্বিঘ্নে।