চূড়ান্ত খসড়া তালিকায় গ্রাম পঞ্চায়েতে ৫০শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত, পঞ্চায়েত সমিতির সভাপতির আটটি আসনও সংরক্ষিত মহিলাদের জন্য

দীপককুমার দাসঃ

আসন্ন পঞ্চায়েতের আসন সংরক্ষণের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করেছে বীরভূম জেলা প্রশাসন। আর সেই তালিকায় গ্রাম পঞ্চায়েতের ৫০শতাংশ সংরক্ষিত মহিলাদের জন্য। বীরভূম জেলার ১৬৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮৩টি সংরক্ষিত রাখা হয়েছে মহিলাদের জন্য। তপশীলী জাতির জন্য ৫০টি, তপশীলী উপজাতির জন্য ১২টি, অনগ্রসর শ্রেনীর জন্য ২১টি আসন সংরক্ষণের আওতায়। এছাড়া জেলার ১৯টি পঞ্চায়েত সমিতির সভাপতি পদের জন্য আটটি মহিলাদের জন্য সংরক্ষিত। এছাড়া তফশীলী জাতির জন্য ৬টি, তফশীলী উপ জাতির জন্য ১টি, পিছিয়ে পড়া জাতির জন্য ২টি ও সাধারণের জন্য ২টি আসন রাখা হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান পদ সংরক্ষণ তালিকা প্রস্তুত করেছে জেলা প্রশাসন। জেলা পরিষদের ক্ষেত্রে তা করেছে রাজ্য নির্বাচন কমিশন। খসড়া তালিকায় পঞ্চায়েত সমিতির সভাপতি পদের ক্ষেত্রে যে আটটি আসন মহিলাদের জন্য রাখা হয়েছে সেগুলো হলো খয়রাশোল-তপশীলী মহিলা, ইলামবাজার-তপশীলী মহিলা, সিউড়ি ২-তপশীলী মহিলা, মুরারই -১তপশীলী মহিলা, ময়ূরেশ্বর-২তপশীলী মহিলা, নানুর-তপশীলী মহিলা, লাভপুর-পিছিয়ে পড়া জাতির মহিলা, মহঃবাজার-সাধারণ মহিলা, রামপুরহাট ১ও২-সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। জেলা পরিষদের সভাধিপতির আসনটি থাকছে সাধারণের জন্য, তবে সহ সভাপতি আসনটি তপশীলী মহিলা জনজাতির জন্য সংরক্ষিত থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এআই শিখুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যান!


এআই কোর্স: ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ গাইড! Zed Age Infotech এর তরফ থেকে প্রথমবার বীরভূম জেলায়! আপনি কি ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক নাকি ছাত্র/ছাত্রী? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আপনার কাজ এবং লেখাপড়াকে আরও সহজ এবং কার্যকর করতে পারে! Zed Age Infotech এর নতুন এআই কোর্সে যোগ দিন! বিশদ জানতে কল করুন 9474413998 নম্বরে অথবা নাম নথিভুক্ত করতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

This will close in 120 seconds